বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
শাহবাগে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে হওয়া এ মানববন্ধন থেকে শিক্ষকদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কাছাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জামিল আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মাসুদুর রহমান, এস এম আরমান, সালমান আল আরিফ, নাসরিন আক্তার, আহসান হাবীব, রিপন চন্দ্র পাল, ইছমত রেহানা, মাহমুদা জাহান প্রমুখ। এ সময় শিক্ষকরা বলেন, ‘ঢাকায় শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস, জলকামান, সাউন্ড গ্রেনেডে শতাধিক শিক্ষক আহত হন। বিনা উসকানিতে পুলিশ এ হামলা চালায়।
হামলাকারিদের বিচার দাবি করে শিক্ষকরা বলেন, ‘সরকারের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ডিপ্লোমাদের ১০তম গ্রেড দেওয়া হয়েছে। তাহলে সহকারি শিক্ষকদের কেন ১০তম গ্রেড দেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের পূর্ণ কর্মবিরতি চলবে।’
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত