মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি: বগুড়ায়
মাদকবিরোধী এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার রাতে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং যুব উন্নয়ন আর্মি ক্যাম্প বগুড়া ৪০ বীরের সমন্বয়ে গঠিত যৌথ দল এই অভিযান পরিচালনা করেঅভিযানে মোট ৪৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭৯ লিটার কেরু মদ, ১৭.২ লিটার দেশীয় মদ এবং ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।র্যাব-১২ এর অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। যৌথ দলটি বগুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের চকসূত্রাপুর বাসফোর সুইপার কলোনীতে যায়। জানা যায়, উল্লিখিত মামলার ৪ নং পলাতক আসামী রহিত বাসফোর এবং ৫ নং পলাতক আসামী সুমন বাসফোর এর বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছিল।উক্ত তথ্যের ভিত্তিতে বাসফোর সুইপার কলোনীতে পলাতক আসামী রহিত বাসফোরের বসতবাড়ীতে তল্লাশি চালানো হয়।অভিযানে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ ওবাইদুল হক (২৫), পিতা মোঃ টকু মিয়া, সাং কলসদহ, সোনাতলা।
২. শ্রী চয়ন দাস (৩৩), পিতা শ্রী চন্ডী দাস, সাং ফুলবাড়ী উত্তর পাড়া (মগলিস পুর), শহর।
৩. মোঃ আল ইহসান আবির (২৪), পিতা মোঃ ইকবাল হোসেন, সাং নওদা পাড়া মাটিঢালী বিমান বন্দর, সদর উপজেলা, বগুড়া।তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ছাড়াও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি বার্মিজ চাকু, ৩টি চাপাতি, ১টি বাটন মোবাইল, ১টি সিম এবং নগদ ১,৪৩,৪২০/- টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত