মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি
অস্ত্র আইন ও হত্যা মামলাসহ অন্তত তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য আবু সুফিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বৈঠাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আবু সুফিয়ান (৩৫) বৈঠাপাড়া এলাকার আব্দুস ছামাদের ছেলে। জানা যায়, তাঁর বিরুদ্ধে শাজাহানপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা আরও একটি মামলারও অভিযোগ রয়েছে।শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, "আবু সুফিয়ানের বিরুদ্ধে পূর্বেও দুটি অস্ত্র আইন সংক্রান্ত মামলা ও একটি হত্যা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
ওসি আরও জানান, মামলার তদন্তের স্বার্থে শনিবার (১৪ নভেম্বর) গ্রেপ্তারকৃত নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত