বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে সংসদ সদস্য প্রার্থী পদে বিএনপি ঘোষিত সম্ভাব্য মনোনয়ন পরিবর্তনের দাবিতে বুধবার সন্ধ্যায় আখাউড়ায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আখাউড়া-আগরতলা সড়কের নারায়ণপুর বাইপাস এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানকে প্রাথমিকভাবে বিএনপি মনোনীত করে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তার বদলে জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুইয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে পালিত নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। একই ধরণের কর্মসূচি কসবা উপজেলাতেও হওয়ার কথা রয়েছে।মশাল মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু। বক্তব্য রাখেন বাহার মিয়া সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আক্তার হোসেন খান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ‘কবির আহমেদ ভুইয়া দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে থেকেছে। অথচ তার বদলে দেশের বাইরে থাকা একজন বয়োবৃদ্ধকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত মনোনয়ন পরিবর্তন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।’
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত