বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মনোনয়ন বাতিলের দাবিতে শনিবার বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়ক ও ব্রাহ্মণবাড়িয়া-কসবা সড়কের পাশে অন্তত ১০ স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কসবা উপজেলার তিনলাখপীর থেকে সৈয়দাবাদ হয়ে নয়নপুর পর্যন্ত এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কসবা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে জেলা বিএনপি'র সদস্য কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়েছে।
এ সময় বক্তারা বলেন, 'দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে ছিলেন কবির আহমেদ ভূঁইয়া। তিনি নিজেও গুম আর অত্যাচারের শিকার হয়েছেন। অথচ ত্যাগী ও মাঠের এই নেতাকে উপেক্ষা করে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে একজন সাবেক এমপিকে, যিনি দীর্ঘদিন দেশের বাইরে কাটিয়েছেন।
দলীয় সূত্র জানায়, মানববন্ধনে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলটির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনসহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত