মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশালে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আরাফাত সিদ্দিকী। গত সোমবার (১ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থলে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি উপজেলার সার্বিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিতের প্রত্যয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেনত্রিশালে যোগদানের পূর্বে আরাফাত সিদ্দিকী রাজশাহী জেলার সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন। তার যোগদানে স্থানীয় প্রশাসনে নতুন উদ্যম ও ইতিবাচক প্রত্যাশার সঞ্চার হয়েছে।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে নবনিযুক্ত এই প্রশাসনিক কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলা পরিষদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি পর্বে প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা। সবাই নবাগত ইউএনওকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানশুভেচ্ছা বিনিময়ের সময় বক্তারা বলেন, ত্রিশাল একটি সম্ভাবনাময় উপজেলা। এখানে শিক্ষা, সংস্কৃতি, কৃষি, শিল্প ও পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। নবাগত ইউএনওর নেতৃত্বে এসব সম্ভাবনার বিকাশ আরও ত্বরান্বিত হবে বলে তারা আশা প্রকাশ করেন। তাছাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী ত্রিশালে দায়িত্ব পাওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন,
“ত্রিশাল একটি ঐতিহ্যবাহী উপজেলা। এখানকার মানুষ অতিথিপরায়ণ ও সম্ভাবনাময়। উন্নয়ন, সুশাসন ও জনসেবা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। এ কাজে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সাংবাদিকরা সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়নযাত্রায় পাশে থাকবেনঅনুষ্ঠান শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনওকে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। পরে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে সাক্ষাৎ অনুষ্ঠানটি শেষ হয়।নবনিযুক্ত ইউএনওর যোগদানে ত্রিশালের উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ও প্রাণ ফিরে আসবে—এমনটাই প্রত্যাশা করছেন সকলেই।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত