বিষেশ,প্রতিনিধিঃ মোছাঃলাবুনী আক্তার।
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ৫ই ডিসেম্বর, ২০২৫ শুক্রবার বিকাল ৩ ঘটিকায়,গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে নারী ফুটবল প্রীতি ম্যাচ,"পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমী" বনাম "গাইবান্ধা ফুটবল একাডেমী"র মধ্যে খেলা অনুষ্ঠিত হয়ে।খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জনাব, আল মামুন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জনাব মো. মোস্তাফিজার রহমান জেলা ভূমি অধিগ্রহন কর্মকর্তা, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন,জনাব আলমগীর হোসেন জেলা ক্রীড়া অফিসার গাইবান্ধা।খেলাটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে পরিচালিত হয়।খেলার ফলাফলঃপলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমী ০২গাইবান্ধা ফুটবল একাডেমী ০০
নারী ফুটবল দলের খেলায় চ্যাম্পিয়ন হয় পুরস্কার গ্রহণ করছেন পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমির কোচ সাবেক তুখোড় ফুটবল খেলোয়াড় সুরুজ হক লিটন ও খেলোয়াড় বৃন্দ।।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত