মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা-সোনাতলা রোডের সাব্বিজান এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত শিবগঞ্জ থানার সাব্বিজান মোড়স্থ পুলিশ বক্সের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোকামতলা হতে সোনাতলা গামী 'শাহেন-শাওন' (ঢাকা-মেট্রো-জ-১৪-১৭৯৬) নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
বাসের জি-২ (G-2) সিটে বসা যাত্রী মোঃ মুনজুল হকের আচরণ সন্দেহজনক হলে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার পরিহিত জ্যাকেটের পকেটে বিশেষ কায়দায় রাখা ২ হাজার পিস অ্যাম্পিথামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে।
আটককৃত আসামির নাম মোঃ মুনজুল হক (৪৫)। তিনি বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফুলবাড়িয়া গ্রামের মৃত জোবেদ আলী প্রামানিকের ছেলে।
বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে ডিএনসি বগুড়ার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত