বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহত সাদ্দাম হোসেন হত্যাকারিদের বিচার দাবিতে রবিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি, কান্দিপাড়াবাসী, শুভকাঙ্খীদের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে কান্দিপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজীব, জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমান শাহীন, ব্যবসায়ী আবুল হাসনাত ভজন, নিহত ছাত্রদল নেতা সাদ্দামের মা খোদেজা বেগম ও স্ত্রী ফারজানা আক্তার তৃনা প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২৭ নভেম্বর রাতে সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে তার কান্দিপাড়ার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি ও জবাই করে হত্যা করে দেলোয়ার হোসেন দিলীপসহ তার অনুসারীরা। বক্তারা দেলোয়ার হোসেন দিলীপের পদ স্থগিতের বদলে বহিস্কার ও তার ফাঁসি দেওয়ার দাবি জানান।
সমাবেশে নিহত ছাত্রদল নেতা সাদ্দামের মা খোদেজা বেগম ও স্ত্রী ফারজানা আক্তার তৃৃনা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা হত্যাকারী দেলোয়ার হোসেন দিলীপের ফাঁসি দাবি করেন। নিজেদের নিরাপত্তাহীনতার কথাও তারা উল্লেখ করেন।
২৭ নভেম্বর রাতে সাদ্দাম হোসেনকে হত্যার ঘটনায় ২৮ নভেম্বর রাতে তার পিতা মোস্তফা কামাল ওরফে মস্তু মিয়া বাদি হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামী করে সাতজনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দেলোয়ার হোসেন দিলীপ শহরের কান্দিপাড়ার মাইমলহাটির মৃত রফিকুল ইসলাম নেপালের ছেলে। অন্য আসামীরা হলেন, একই এলাকার হান্নান মিয়ার ছেলে বাবুল মিয়া (২৮) ও তার ভাই সাদিল মিয়া (৩৫), একই এলাকার ভুলন মিয়ার ছেলে পলাশ মিয়া (৩৫), জাকির মিয়ার ছেলে টিটন মিয়া (৩৪), গোলাপ মিয়ার ছেলে বাপ্পা মিয়া (২৬) ও দেলোয়ার হোসেন দিলীপের ছোট ভাই কাজল মিয়া (৪৫)। মামলায় অজ্ঞাতনামা আরো ৫-৭ জনকে আসামী করা হয়। ১ ডিসেম্বর রাতে র্যাব সদস্যরা রাজধানীর বাসাবো এলাকা থেকে দেলোয়ার হোসেন দিলীপ ও আরেক আসামী বাবুলকে গ্রেপ্তার করেন।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত