গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধা-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ‘লেবু মাওলানা’
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। তিনি এলাকায় ‘লেবু মাওলানা’ হিসেবেই অধিক পরিচিতবুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ জাবের আহমেদের কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।মাওলানা নজরুল ইসলাম লেবুর পক্ষে মনোনয়ন ফরমটি গ্রহণ করেন জামায়াতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা নির্বাচন পরিচালক মাওলানা আব্দুল মজিদ আকন্দ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন এবং উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিনসহ স্থানীয় নেতা-কর্মীরা।মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে মাওলানা আব্দুল মজিদ আকন্দ বলেন, "আমরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেনগাইবান্ধা-৩ আসনে বরাবরই বড় দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে। এবার জামায়াত নেতার এই মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী সমীকরণে শুভযাত্রা হলো বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত