গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল
সারা দেশের ন্যায় ৮ দফা দাবিতে পরিক্ষা বর্জন করে রাস্তার গাছ ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গাইবান্ধা জেলা পৌর শহরের বাংলা বাজারে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা ১১ টার দিকে গাইবান্ধা টু সাঘাটা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দুই ঘন্টার অবরোধে দুপাশের যান চলাচল বন্ধ হয়ে এবং তীব্র যানজট সৃষ্টি হয়। অবরোধ চলাকালীন সময়ে নানা রকম স্লোগান দেন তারা।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘নয় মাস আগে ৮ দফা দাবি নিয়ে আন্দোলন করি। তখন কৃষি উপদেষ্টা দাবিগুলো বাস্তবায়নে আশ্বাস দিলেও তার কোনো বাস্তবায়ন হয়নি।
দাবিগুলো বাস্তবায়ন না হওয়াতে আমরা পরীক্ষা বাদ দিয়ে আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলন চলাকালীন পরীক্ষা ও ক্লাস বর্জন কর্মসূচি চলবে। শিক্ষার্থীরা আরও বলেন, ‘ডিপ্লোমা কৃষিবিদদের স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির গেজেট, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করাসহ আট দফা দাবি আদায়ে আমাদের এই আন্দোলন চলছে। শেষে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
বার্তা প্রেরক
মোঃ আবু জাফর মন্ডলঃ
২২.১২.২৫ ইং
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত