মোঃ আব্দুল কাদেরস্টাফ রিপোর্টার ময়মনসিংহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ–৭ (ত্রিশাল)১৫২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী, গণমানুষের নেতা ও ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটন সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর১২ টায় আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
তিনি ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে—ত্রিশালে ধানের শীষই জনগণের একমাত্র আস্থার প্রতীক।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুঁইয়া, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্স, ত্রিশাল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, ত্রিশাল পৌর বিএনপির আহ্বায়ক আলেকচান দেওয়ান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলনসহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নেতাকর্মীরা “ধানের শীষে ভোট দিন”, “ত্রিশাল বাঁচাও, গণতন্ত্র বাঁচাও”, “ডাঃ লিটন ভাই এগিয়ে চলো—ত্রিশাল তোমার সাথে” সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ, দমন-পীড়ন ও একদলীয় শাসনের বিরুদ্ধে ত্রিশালের মানুষ এবার রায় দিতে প্রস্তুত। ধানের শীষ হচ্ছে গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। তাঁরা দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন—ত্রিশালের মাটি থেকে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
মনোনয়নপত্র দাখিল শেষে ডাঃ মাহবুবুর রহমান লিটন বলেন, “ত্রিশালের মানুষ তাদের অধিকার ফিরে পেতে প্রস্তুত। আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়—জনগণের পাশে দাঁড়ানোর জন্য। ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ জনগণের শক্তিতেই ধানের শীষ বিজয়ী হবে।”
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত