বাদল আহাম্মদ খাননিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেওয়া আন্ত:নগর ট্রেন থেকে ভারতীয় কম্বল ও শাড়ি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এর মধ্যে পাঁচ বস্তায় ছিলো কম্বল ও দু’টি বস্তায় শাড়ি। সিলেট থেকে চট্টগ্রামগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের মালবাহী বগি থেকে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার, ২ জানুয়ারি বেলা সোয়া তিনটার দিকে ১নং প্লাটফরমে দাঁড়িয়ে থাকা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় ট্রেনের মালবাহী বগিতে তল্লাশি চালিয়ে ১০৫ পিস ভারতীয় শাড়ি ও ৮২ পিস কম্বল উদ্ধার করা হয়। এসব পণ্যের মূল্য প্রায় ১৭ লাখ টাকা। এ পাচারকাজে কে বা কারা জড়িত সেটা, কোথা থেকে পণ্য উঠানো হয়েছে তা জানার চেষ্টা চলছে। জব্দ করা পণ্য রেলওয়ে থানায় রয়েছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত