ভোলা জেলা প্রতিনিধি
ভোলার লালমোহনে অটোরিকশা চালক আবু বকর সিদ্দিক (৫১) হত্যা ও ডাকাতি মামলার রহস্য উদঘাটন এবং এ ঘটনায় মূল হোতাসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ভোলা জেলা পুলিশের একটি চৌকস টিম।অদ্য ৭ই জানুয়ারি ২০২৬ খ্রিঃ (বুধবার) বেলা ১২টায় ভোলা জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এই তথ্য নিশ্চিত করেনগত ৩০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় অজ্ঞাতনামা আসামিরা পূর্বপরিকল্পিতভাবে চরফ্যাশন পৌরসভা বাস স্ট্যান্ড থেকে লালমোহনের গজারিয়া বাজারে যাওয়ার কথা বলে ভিকটিম আবু বকর সিদ্দিকের ইজিবাইকটি ভাড়া করে। রাত ৯:৩০ ঘটিকায় লালমোহন থানাধীন পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী এলাকায় পৌঁছালে আসামিরা ভিকটিমের বুকের ডান পাশে ধারালো চাকু দিয়ে আঘাত করে তাকে রাস্তায় ফেলে দেয় এবং নীল রঙের ইজিবাইকটি ছিনতাই করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভিকটিম মৃত্যুবরণ করেন।ঘটনার সংবাদ পেয়ে ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে লালমোহন থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে লালমোহন থানার মামলা নং-০১, তারিখ-০১/০১/২০২৬, ধারা- ৩৯৪/৩০২/৩৪ পেনাল কোড) রুজু করেন।মামলাটির রহস্য উদঘাটনে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব সত্যজিৎ কুমার ঘোষ-এর নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করা হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ০৬/০১/২০২৬ ইং তারিখে হত্যার সাথে জড়িত মূল আসামি মোঃ ইব্রাহিম (৩৬)-কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে মোঃ ইব্রাহিম হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।পুলিশি অভিযানে গ্রেফতারকৃত আসামী মোঃ ইব্রাহিমের দেওয়া তথ্যমতে তার সহযোগী মোঃ রাজা(৩২) ও কাজী তারেক (৩৫) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা একটি দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। বিশেষ করে গ্রেফতারকৃত আসামি মোঃ রাজার বিরুদ্ধে ঢাকার সাভার এবং মোহাম্মদপুর থানায় খুন ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশের পিসিপিআর (PCPR) পর্যালোচনায় দেখা যায়।ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধারে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।এর পরেই হত্যা মামলার ভিকটিমের শোকাহত পরিবারের সঙ্গে (পুত্রসহ অন্যান্য সদস্য) পুলিশ সুপার মহোদয় তার কার্যালয়ে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন। তিনি তাদের গভীর মনোযোগের সাথে কথা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।এসময় ভোলা জেলা পুলিশের উর্ধ্বতন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত