পিরিজপুরজেলা প্রতিনিধি
পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়ের দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো: জিয়াউর রহমান এর তদারকিতে, ভান্ডারিয়া অফিসার ইনচার্জ জনাব দেওয়ান জগলুল হাসান এর নেতৃত্বে ভান্ডারিয়া থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। গত ০৮/০১/২৬ খ্রি: জনৈক সাইফুল আলম শিকদার (৩৮), পিতা- ফারুক শিকদার, মাতা - সাহেরা বেগম, গ্রাম -গৌরীপুর, ভান্ডারিয়া, পিরোজপুর এর ব্যাটারি চালিত অটো গাড়িটি চুরি হয়ে যায়। এ বিষয়ে গতকাল রাতে তিনি থানায় অবগত করলে প্রথমে অভিযান পরিচালনা করে গাড়ি চোর মোঃ রায়হান জোমাদ্দারকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মোতাবেক ভান্ডারিয়া থানাধীন মহিলা কলেজে এলাকা থেকে অভিযান পরিচালনা করে আরো চারজনকে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে গাড়ির ব্যাটারিসহ চুরি করা অটো (যা পরবর্তীতে কেটে ফেলা হয়েছে) উদ্ধার করা হয়
১) মোঃ রায়হান জোমাদ্দার(২২), পিতা-মোঃ সালাম জোমাদ্দার, সাং-বড় কানুয়া, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর। (অটো ড্রাইভার এবং চোর)
২) সুমন সিকদার(৪৫), পিতা-মৃত সোহরাফ সিকদার, সাং-নিজ ভান্ডারিয়া, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর।
৩) মোঃ নুরুল ইসলাম(৫৫), পিতা-মৃত সুলতান খা, সাং- নিজ ভান্ডারিয়া, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর।
৪) মোঃ বক্কার হোসেন(৩২), পিতা-মোঃ শহিদ জোড়ামানিক, সাং-কল্যানপুর, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া, এ/পি সাং-নিজ ভান্ডারিয়া, ৩নং ওয়ার্ড, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর। (ভাঙ্গারীর দোকনদার)
৫) মোঃ শিপন ইসলাম(৩২), পিতা-মৃত আমজাদ সরদার, সাং- সাং-কল্যানপুর, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া, এ/পি সাং-নিজ ভান্ডারিয়া,৫নং ওয়ার্ড, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর। (ভাঙ্গারীর দোকানদার।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভান্ডারিয়া থানার মামলা রুজু হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত