বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের হামলায় সাবের হোসাইন নামে এক প্রতিবাদকারি যুবক আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বুধবার বিকেলে এ ঘটনা প্রতিবাদে ও কালোবাজারিমুক্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দাবিতে প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়েছে।
ঐক্যবদ্ধ সদর, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা অংশ নেন। বক্তব্য রাখেন, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া এর পরিচালনা কমিটির সদস্য আরিফ বিল্লাহ আজিজি, সদর উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক নুরুল ইসলাম আরিফ, এনসিপি নেতা শাহিল খান।
সমাবেশে বক্তারা বলেন, ‘রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রিতে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও কালোবাজারি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকরি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া এর আহবায়ক সাবের হোসাইনের উপর টিকিট কালোবাজারিরা হামলা করেন। সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িতদেও দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।’
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত