বাদল আহাম্মদ খাননিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং উপজেলার ফাহিমা বেগম আঁখি হত্যা মামলার তিন আসামী ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে খাদলা বিওপির বিজিবি সদস্যরা। আটককৃতদের মধ্যে দুই ভাই রয়েছে।
আটককৃতরা হলো, বুড়িচং উপজেলার জগৎপুরের (নাগরবাড়ি) মো. সবুজ মিয়ার ছেলে মো. সাইদুর রহমান (২৪) ও শাফিউল জান্নাত প্রকাশ সিয়াম (১৯), কোতোয়ালী থানার বাঁশমঙ্গল গ্রামের আব্দুল কাদেরের ছেলে শাহরিয়াী নাজিম জয় (১৯)। তাদেরকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবিসহ একাধিক সূত্র জানায়, ময়লা ফেলাকে কেন্দ্র করে ১১ জানুয়ারি স্বজনদের হামলায় খুন হন জগৎপুরের জাহাঙ্গীর আলমের মেয়ে ফাহিমা আক্তার আঁখি (২৩)। এ ঘটনায় বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের হয়। আটককৃত তিনজন কসবার পুটিয়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করে। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
বিজিবি সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান, জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদেরকে আটক করা হয়েছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত