লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার ২০নং চররমনী মোহন ইউনিয়নে বিএনপির উদ্যোগে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বিভিন্ন এলাকায়, বিশেষ করে ৯নং ওয়ার্ডে লক্ষ্মীপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে এই গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়।
গণসংযোগকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাড়ি-বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, স্থানীয় দোকানপাট, হাট-বাজার, মাঠ ও ঘাটে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
নেতাকর্মীরা বলেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ ও সাড়া দিচ্ছে, যা নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের ইঙ্গিত দিচ্ছে।
গণসংযোগে স্থানীয় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত