মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাসব্যাপী সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচ.পি.ভি টিকা প্রদান কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলার ৩৬৭টি সরকারি-বেসকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ হাজার ৫৬ জন ১০-১৪ বছর বয়সী শিক্ষার্থী ও কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নয় এমন ৫০০ জন সাধারন কিশোরীদের মাসব্যাপী এক ডোজ করে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচ.পি.ভি টিকা প্রদান কর্মসূচির উদ্ধোধন করা হয়।
এ সময় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচ.পি.ভি টিকা প্রদান উপলক্ষে সাদুল্লাপুর কে.এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত টিকাদান কর্মসূচির উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হাবিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহিনুল ইসলাম মন্ডল, স্যানেটারি কর্মকর্তা গোলাম রব্বানী, এম.ও.ডি.সি আবু বকর সিদ্দিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খাইরুল ইসলাম, শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মশিউর রহমান সহ শিক্ষা প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।