বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
সুলতানপুর ৬০ বিজিবি কর্তৃক প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৬৪,০০০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ।
সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ, এম, জাবের বিন জব্বার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮০/এম হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে টিক্কারচর নামক স্থান হতে ১,৫৮,০০,০০০/- (এক কোটি আটান্ন লক্ষ) টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ৬৪,০০০ পিস এবং টয়োটা গাড়ি ০১টি উদ্ধার করতে সক্ষম হয়।
সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ,এম, জাবের বিন জব্বার আরও জানিয়েছেন সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত আছে।