মোঃ মিজানুর রহমান মিলন
ব্যুরো প্রধান রংপুর বিভাগ
গাইবান্ধা জেলায় বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়া একটি জনপদ সুন্দরগঞ্জ উপজেলা ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলা। এখানে এমন কোন বাণিজ্যিক কেন্দ্র নেই যার উপর ভিত্তি করে উন্নয়ন হবে। উপজেলাটি তিস্তা, ব্রহ্মপুর ও ঘাঘট নদী বেষ্টিত হওয়ায় চরাঞ্চলসহ এর অধিকাংশ এলাকা প্রতি বছরই বন্যা কবলিত হয়। বন্যা ও নদী ভাঙ্গনের সাথে সংগ্রাম করে বেঁচে থাকে এ উপজেলার জনসাধারণ মানুষ।এটি কৃষি নির্ভরশীল এলাকা হলেও প্রতি বছর বন্যা, খড়া, অতি ভারী বৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের কারণে কোন ভাবেই দরিদ্র জনগণের সারা বছরের কর্মসংস্থান হয় না। ফলে অভাব-অনটন যেন এ এলাকার মানুষের প্রতিনিতয়ই নিত্যসঙ্গী। উপজেলাটির এমন পরিস্থিতির মুখে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের আওতায় সকল প্রকল্প সমূহ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বাস্তবায়ন করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল একাধিক উপজেলায় অতি সুনামের সাথে দায়িত্ব পালনের পর বর্তমান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত আছেন। ওয়ালিফ মন্ডল একজন সহজ সরল সুন্দর মনের ব্যক্তিত্ব। তার উপর অর্পিত দায়িত্ব দাপ্তরিক কাজে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে অর্জন করে আসছেন। ওয়ালিফ মন্ডল জানান, স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ স্তর হলো উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন দীর্ঘ দিন ধরে সাধারণ জনগণের জীবন মান উন্নয়নে জন্য কাজ করে আসছে। এ লক্ষ্যকে সামনে রেখে পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়নের অসহায়, দুঃস্থ ও গরীবরা সচ্ছতার ভিত্তিতে তাদের কাঙ্খিত সেবা পায় এ জন্য নিঃস্বার্থভাবে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করে আসিতেছে ।যার প্রতিটি কাজ এ উপজেলায় দৃশ্যমান রয়েছে। এর পরও একটি মহল অনিয়ম-দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে লিপ্ত হয়েছে যা দুঃখজনক। এ সব মিথ্যা, ভিত্তিহীন প্রকাশিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সরকারের প্রতিটি প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য পৃথক পৃথক প্রকল্প কমিটি রয়েছে।
এ সব কমিটিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্বাবধানে প্রকল্প সভাপতি প্রকল্পের কাজ বাস্তবায়ন করে থাকেন। বিধায় এখানে অনিয়ম দূর্নীতির কোন সুযোগ নেই। প্রকল্পের কাজ বাস্তবায়ন হয়নি এ ধরনের কোন অভিযোগও আজবধি পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ভালো কাজ করলে দেশের উন্নয়ন অগ্রগতি আরও গতিশীল হবে।
জীবনে ভাল কাজ না করলে সে জীবন অর্থহীন, নিষ্ফল। সেই নিস্ফল জীবনের অধিকারী মানুষটিকে কেউ মনে রাখেনা। নিরব জীবন নিরবেই থেকে যায়। পক্ষান্তরে গৌরবোজ্জল কৃতকর্মই তাকে বাঁচিয়ে রাখে চিরকাল। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদে এ উপজেলায় দায়িত্ব পালন করে যতটুকু কৃতিত্ব অর্জন করেছি এ কৃতিত্ব আমার একার নয় সবার।
প্রত্যাশা, এমন কৃতিত্বের মধ্য দিয়ে মানুষের হৃদয়ের মনিকোঠায় চিরকাল বেঁচে থাকতে চাই। এ জন্য চাই সবার দোয়া ও ভালবাসা। এ উপজেলার ইউপি চেয়ারম্যানগণের মধ্যে অনেকের সাথে কথা হলে জানান, আমরা নির্বাচন পরবর্তী সময় থেকে দেখে আসছি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল প্রতিটি কাজ আন্তরিকতার সাথে করেন। তার সঠিক পরামর্শ ও দিক নির্দেশনা কাজের অগ্রগতি বাড়িয়ে দেয়। দেশ ও দশের কল্যাণে এমন ব্যক্তিত্বই প্রয়োজন। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।