বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর স্টেশনের কাছে মঙ্গলবার সকালে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ৬৫ বছর বয়সি ওই বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। জেলা সদর হাসপাতাল মর্গে তার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির এস.আই সুব্রত বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট নিয়ে ওই নারীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ওই নারী কোন ট্রেনের নীচে কাটা পড়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।