বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবার নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। কসবায় প্রথমবারের মতো জেএস নামে লেডিস ক্লাব অ্যান্ড বডি ফিটনেস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে তাজ ভবনের পিছনের দ্বিতীয় তলায় অবস্থিত এই ফিটনেস সেন্টারটি শুধুমাত্র মহিলাদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মোছাম্মৎ অজিফা খাতুন।
প্রতিষ্ঠানটির প্রোপাইটর ছোজানা আক্তার জেরী জানান, এই ফিটনেস সেন্টার মহিলাদের জন্য একটি নিরাপদ ও আরামদায়ক পরিবেশে সেবা দেবে। এখানে প্রশিক্ষণের জন্য ঢাকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত স্বর্ণালী আক্তারকে মহিলা ট্রেইনার হিসেবে নিযুক্ত করা হয়েছে।
ফিটনেস সেন্টারটি আধুনিক যন্ত্রপাতি এবং যাবতীয় সরঞ্জাম দিয়ে সজ্জিত। এতে শারীরিক সুস্থতার পাশাপাশি নারীদের জন্য একটি সামাজিক মিলনস্থল তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, “এই উদ্যোগ কেবলমাত্র নারীদের শারীরিক সুস্থতার উন্নয়ন নয়, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখবে। এটি নারীদের জন্য একটি সময়োপযোগী পদক্ষেপ।”
ফিটনেস সেন্টারে যোগদানের মাধ্যমে কসবার নারীরা নতুনভাবে নিজেদের সুস্থ ও কর্মক্ষম রাখতে সক্ষম হবেন। এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য প্রোপাইটর ছোজানা আক্তার জেরী প্রশংসিত হন।