বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৫০,৭৫,৯৫০/- টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হইয়াছে।
সুলতানপুর ৬০ বিজিবি এক প্রেশ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ২০ নভেম্বর ২০২৪ তারিখ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫০,৭৫,৯৫০/- (পঞ্চাশ লক্ষ পঁচাত্তর হাজার নয়শত পঞ্চাশ) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হইয়াছে । জব্দকৃত মালামাল গুলো হইলো, ভারতীয় থান কাপড় ১৪৪০ গজ, ফেসওয়াস ৭৯ পিস, মেকছি ৬৫ পিস, গোল্ড ক্রিম ১৬৫ পিস, ধানের বীজ ৬৭ প্যাকেট, অলিভ ওয়েল ১৭৬ পিস, ইনজেকশন ১১০৬ পিস, বাঁজি ৯১৫০ পিস, মশার কয়েল ৮০০ পিস, রসুন ৯০ কেজি, ওড়না ১১৪ পিস, লুঙ্গি ১৮ পিস, কফি ৯৯১ কেজি, কীটনাশক ঔষধ ৪৪ প্যাকেট, চাউল ২৯৭ কেজি, জনসন বেবী লোশন ১৭২ পিস, বিছানার চাদর ৫০ পিস, বিভিন্ন প্রকার টুপি ১৪৯০ পিস, বিভিন্ন প্রকার থ্রি পিচ ১৩৪ পিস, চিনি ১৯৩৫ কেজি , গাঁজা ২৮ কেজি এবং ইস্কফ সিরাপ ১০ বোতল।
সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হইয়াছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী এ ধরনের নিয়মিত অভিযান চলমান থাকবে।