মোঃ আব্দুল কাদের স্টাফরিপোর্টার, ময়মনসিংহ।
ময়মনসিংহের ত্রিশালে ট্রাফিক পুলিশ সপ্তাহ-২০২৪ উদযাপন করা হয়েছে।
শনিবার(৩০ নভেম্বর) সকালে এ উপলক্ষে ত্রিশাল থানা পুলিশের আয়োজনে ত্রিশাল বাসস্ট্যান্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ত্রিশাল থানার অফিসার ইনচার্জ আবুল মুনসুর আহমেদের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক(সেকেন্ড অফিসার) বিকাশ চন্দ্রের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন (ত্রিশাল-ফুলবাড়িয়া)সার্কেল এএসপি অরিত সরকার,সহকারী কমিশনার(ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান,সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন মিলন,ত্রিশাল উপজেলা ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বৃন্দ,পরিবহন মালিক-শ্রমিক বৃন্দ।