বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের তল্লাশিতে একটি প্রাইভেটকার থেকে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। বুধবার বিকেলের এ অভিযানে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, নারায়ণগঞ্জের ফতুল্লার নাজিম উদ্দিন শিকদার (৩৫) ও একই উপজেলার মো. রাসেল (২৩)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বেলা সাড়ে তিনটার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাছে এস.আই গাজী রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।