বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
দীর্ঘ ১৬ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সনাতন ধর্মাবলম্বীদের কেন্দ্রীয় মন্দির রাধামাধব আখড়া মন্দিরের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (২০ ডিসেম্বর)। পৌরশহরের রাধানগরস্থ রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের মাধ্যমে উপজেলার ২৫টি মন্দির/মন্ডপ পরিচালিত হয়। হিন্দু সম্প্রদায়ের মানুষ এ মন্দির কমিটিকে অভিভাবক সংগঠন হিসেবে মান্য করেন। রাধামাধব আখড়া মন্দিরের সম্মেলনকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
রাধামাধব কেন্দ্রীয় মন্দিরের আহবায়ক কমিটি সূত্রে জানা গেছে, সম্মেলন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলা ১টায় শুরু হবে রেজিষ্ট্রেশন। দুইটায় সম্মেলনের উদ্বোধন পর্ব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। এরপর মন্দির নির্মাতা এবং প্রাক্তন কমিটির নেতৃবৃন্দ এবং তাদের পরিবারকে দেওয়া হবে সম্মাননা। বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সভাপতি পদে সম্মেলনের প্রতিনিধিদের ‘মতামত’ পর্ব অনুষ্ঠিত হবে। এতে উপজেলার ২৫টি মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৫০জন ‘প্রতিনিধি’ মতামতের মাধ্যমে তিন বছরের জন্য রাধামাধব মন্দিরের সভাপতি নির্বাচিত করবেন। সভাপতি পদে প্রার্থীরা হলেন চন্দন কুমার ঘোষ ও দীপক কুমার ঘোষ । অপরদিকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একজন করে প্রার্থী হওয়ায় ওই দুটি পদে কোন ‘মতামত’ নেওয়া হবে না। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
এ ব্যপারে রাধানগরের বাসিন্দা রাজন ঘোষ বলেন, অনেক দিন পর রাধামাধব কেন্দ্রীয় মন্দিরের সম্মেলন হচ্ছে এজন্য আমরা আনন্দিত। একটি ভালো কমিটি চাই। যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ সুন্দরভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে। মন্দিরের উন্নয়ন হয় এবং উপজেলার অন্যান্য মন্দিরগুলো যাতে সঠিক নির্দেশনা ও সহযোগিতা পায়।
জানতে চাইলে রাধামাধব কেন্দ্রীয় মন্দিরের আহবায়ক বিশ্বজিৎ পাল বাবু বলেন, সম্মেলনকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যপক উৎসাহ বিরাজ করছে। সুষ্ঠুভাবে সম্মেলন সমাপ্ত করতে সকল প্রস্ততি নেওয়া হয়েছে।