1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শেরপুর জেলা শ্রীবরদী উপজেলা হতদরিদ্রের মাঝে সম্পদ বিতরণ অনুষ্ঠানে।  প্রিয় সাংবাদিক শিল্পী আক্তার এর শুভ জন্মদিন আগৈলঝাড়া উপজেলা সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন  পলাশবাড়ীর বেত কাপা ইউনিয়ন পরিষদে রোহিঙ্গা সনদ প্রদান করায় তদন্ত প্রক্রিয়া চলমান  রামগঞ্জে নাগমুদ কে.আই ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মোস্তফা কামাল রতন, বিদ্যোৎসাহী প্রকৌশলী গোলাম রহমান রাজিব বোরহানউদ্দিন তেতুলিয়া নদীতে বলগেট আটক ও জরিমান আদায় রামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন মাননীয় গণশিক্ষা উপদেষ্টা মহোদয়  ঘাঘট নদীর পাড়ে ঘাঘট শিশু পার্ক এলাকায় ‘মানববন্ধন’ নামে একটি মুক্তমঞ্চের ভিত্তি প্রস্থর স্হাপন  উত্তর দিঘলদী ও উত্তর জয়নগর ইউনিয়নের মামলা বাজ দুই বিতর্কিত নারীর রোষানল থেকে বাঁচতে চায় এলাকাবাসী

ময়মনসিংহ‘র সোহাগ চৌধুরী হত্যা মামলার প্রধান আসামী‘সহ ০৪জন‘কে গ্রেফতার করেছে র‌্যাব

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

, বাদী মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী (৪২), পিতা-মৃত আবুল কাশেম চৌধুরী, সাং-বাঁশাটি, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ এর গত ০৮ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখের দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, গত ২৭ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকায় পূর্ব শক্রতার জেরে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন ডৌহাখলা ইউনিয়নের ডৌহাখলা উচ্চ বিদ্যালয় মোড়ে রাস্তায় এসে বাদীর সহোদর সোহাগ চৌধুরী(২৮) কে বিবাদীগণ পথরোধ করে প্রথমে গালিগালাজ করে। একপর্যায়ে, দেশীয় ধারালো অস্ত্র দ্বারা উপর্যুপরি কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে, তার পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে গত ০৫ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখ রাত ১১.৩০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম সোহাগ চৌধুরী (২৮)‘মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৫, তারিখঃ ০৮/১২/২০২৪ ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০। ঘটনার পর র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহন করে।

 

এরই প্রেক্ষিতে, র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর এর সহায়তায় শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকায় অভিযান পরিচালন করে সোহাগ চৌধুরী হত্যা মামলায় এফআইআর ভুক্ত ১নং আসামী মোঃ মেহেদী হাসান (২৪), ২নং আসামী এহসানুল হক মিলন (২২), উভয় পিতা- মোঃ জয়নু্দ্দিন ওরফে টিক্কা, উভয় সাং-কদিম ডৌহাখলা, ১৩নং আসামী মামুন (২২), পিতা-কোরশেদ আলী, সাং-রাজিবপুর, সকলের থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

অপর এক অভিযানে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, সিপিএসসি,পতেঙ্গা চট্টগ্রাম এর সহায়তায় সিএমপি চট্টগ্রামের পাচলাইশ থানা এলাকায় অভিযান পরিচালন করে সোহাগ চৌধুরী হত্যা মামলায় এফআইআর ভুক্ত ৪নং আসামী মোঃ রাকিবুল ইসলাম (৪৫), পিতা-মৃত মনির উদ্দিন, সাং-কদিম ডৌহাখলা, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদের‘কে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

অধিনায়কের পক্ষে নাজমুল ইসলাম পিপিএম সেবা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট