1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
অভিযানেঃ- ৫০ পঞ্চাশ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আটক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভা নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ- এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত জন্মদিনের শুভেচ্ছা এটিএন নিউজ এর ফরিদুল ইসলাম  বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও শাখা কার্যালয় শুভ উদ্বোধন ঢাকার মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই যুবক আটক গাইবান্ধার সাদুল্লপুরের ধাপেরহাটে এনসিপি’র  উদ্যোগে ফ্রি রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত বরেণ্য সাংবাদিক সাঈদুর রহমান রিমন” স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উদ্ধার অভিযানে সেনাসদস্যদের অনন্য অবদানের স্বীকৃতি প্রদান  

আখাউড়ায় টিনের বেড়া দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা, ৭টি পরিবার গৃহবন্দি

  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের রাধানগরে যৌথ মালিকানাধীন একটি রাস্তায় টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে একটি পক্ষ। এতে আরেকটি পক্ষের ৭টি ভাড়াটিয়া পরিবারের ১৮জন নারী-পুরুষ ও শিশু আটক করেছে। স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না ভাড়াটিয়া পরিবারের শ্রমজীবি মানুষ। শনিবার ভোরে শহরের রাধানগরের পশু হাসাতাল সংলগ্ন মহল্লায় প্রবাসী ছিদ্দিক মিয়ার বাড়ির চলাচলের রাস্তার এক প্রান্তে উঁচু টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয় তারই বড় ভাই নিজাম উদ্দিনের ছেলেরা। ভূক্তভোগী ছিদ্দিক মিয়ার স্ত্রী আকলিমা বেগম থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেছে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও রাস্তার বেড়া সরানো হয়নি। রাস্তা বন্ধ থাকায় বাড়ি থেকে বের হতে পারছে না ছিদ্দিক মিয়ার ভাড়াটিয়া পরিবারের লোকজন। কাজকর্মে যেতে অসুবিধা হচ্ছে। রাস্তায় প্রতিবন্ধকতার ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

 

রোববার  দুপুরে সরজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তার এক প্রান্তে ১০/১২ ফুট উঁচু টিনের বেড়া। সিমেন্টের খুটির সাথে তালা দিয়ে বেড়া আটকে রাখা হয়েছে। বাড়ির ভেতরে মহিলা ও শিশুরা আটকে রয়েছে। বিষয়টি শুনে ঘটনাস্থলে আসেন সাবেক পৌর কাউন্সিলর জান্নাত হোসেন ঈশান ও পৌর বিএনপির সদস্য সচিব আক্তার হোসেন। এসময় তারা নিজাম উদ্দিনের ছেলেদেরকে বেড়া সরিয়ে রাস্তা খুলে দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তাতেও কোন সুরাহা মিলেনি।

এ ব্যপারে প্রবাসী ছিদ্দিক মিয়ার স্ত্রী আকলিমা বেগম বলেন, আমার স্বামী ও তার দুই ভায়ের যৌথ মালিকানা জায়গা থেকে চলাচলের জন্য রাস্তা করা হয়েছে। ২ বছর যাবত আমার ভাড়াটিয়ারা এই রাস্তা দিয়ে চলাচল করতেছে। শনিবার ভোর ৬টার দিকে আমার ভাশুরের ছেলে, আমার ভাতিজা শেখ রাসেল, শেখ ফয়াসল ও আমার আরেক ভাশুরের স্ত্রী বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। আমা বাঁধা দেওয়ায় আমাকে মারধর করতে আসে।

ছিদ্দিক মিয়ার ভাড়াটিয়া মরিয়ম বেগম বলেন, আমি ৬ মাস যাবত এ বাড়িতে থাকি। এ রাস্তা দিয়ে যাতায়াত করছি। গতকাল ভোরে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। সারাদিন ঘর বন্দি অবস্থায় আছি। বাচ্চাদেরকে নিয়ে খুব অসুবিধায় আছি।

সাবেক পৌর কাউন্সিলর জান্নাত হোসেন ঈশান বলেন, রাস্তার বেড়াটি খুলে দেওয়ার জন্য শেখ ফয়ছালকে বলেছিলাম। কিন্তু তারা সম্মত হয়নি। এটি অমানবিক কাজ।

এ ব্যপারে জানতে চাইলে অভিযুক্ত শেখ মোঃ ফয়সাল বলেন রাস্তাটি আমাদের তিনজনের। আমার চাচা ভাড়াটিয়াদের চলাচলের জন্য আমাদেও কাছ থেকে অনুমতি নেয়নি। তাই রাস্তা বন্ধ করে দিয়েছে।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি বলেন, আকলিমা বেগম আমাকে বিষয়টি অবগত করেছে। বিষয়টি ভূমি সংক্রান্ত এবং রাস্তার বেড়া উচ্ছেদযোগ্য হওয়ায় আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট