বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের দেড় বছরের সাজাপ্রাপ্ত একজন আসামি গ্রেফতার হয়েছে। আখাউড়া থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত আসামি হলেন আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের মোঃ নজির আহম্মেদ এর ছেলে মোঃ দেলোয়ার হোসেন।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ জাকির হোসেন ও ধরখার পুলিশ বাড়ি, সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানিয়েছেন গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালতের মামলা রহিয়াছে এবং সে দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি। আসামিকে আজ ২৭ ডিসেম্বর শুক্রবার আদালতে সোপর্দ করা হইয়াছে।