বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছয়ঘড়িয়া শাহ আলম উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সেলিনা বেগমের অপসারণসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। এলাকাবাসী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে তিন দিনের মধ্যে ৫ দফা দাবী আদায় না হলে ইউএনও অফিস এবং শিক্ষা অফিস ঘেরাও করার হুশিয়ারি দেওয়া হয়।
মোগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান
মো: নান্নু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মুরশিদ মিয়া, ডা: মোঃ হান্নান মিয়া, আনু মিয়া মেম্বার, সাবেক মেম্বার সহিদ মিয়া, প্রাক্তন ছাত্র শিমুল মিয়া প্রমুখ।
৫ দফা দাবীগুলো হলো মামলাবাজ সেলিনা বেগমকে স্থায়ী বহিষ্কার করতে হবে। সেলিনা বেগমের করা এডহক কমিটি বাতিল করে অবিভাবকের মতামতের ভিত্তিতে নতুন করে এডহক কমিটি করতে হবে। স্কুলের পিন,পাসওয়ার্ড সেলিনা বেগমের কাছ থেকে নিয়ে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আঞ্জুমানারা বেগমের কাছে হস্তান্তর করতে হবে। স্কুলের অবিভাবকদের বিরুদ্ধে সেলিনা বেগমের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। স্কুলের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য অবিলম্বে একজন প্রধান শিক্ষিক নিয়োগ করতে হবে।
উল্লেখ্য, সেলিনা বেগমের অপসারণের দাবীতে এর আগেও একাধিক বার মানববন্ধন হয়েছে। জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপিও দেওয়া হয়েছে।