1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ রামগঞ্জে শাহাদাত হোসেন সেলিমেরপদযাত্রা  শুরু গাইবান্ধায় পুলিশ লাইন্স স্কুল পরিদর্শন করলেন পুলিশ সুপার বিজয়নগর থেকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম এর স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ঝালকাঠিতে ২৫ পিস ইয়া.বাসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ আওয়ামী লীগ সমাজকে নষ্ট  করেছে- মুশফিকুর রহমান সুষ্ঠু ভোটের প্রত্যাশা ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকদের সোনারগাঁয়ে‌ আবুল খায়ের আহ্বান। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা

রাজাপুরে স্কুল শিক্ষককের জমি দখল করে ঘর নির্মানের চেষ্টা ও গাছ কেটে নেয়ার অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

ছবি ও সংবাদ  গোলাম মোস্তফা সিকদার, ঝালকাঠি জেলা প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরের জীবনদাশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল খালেক তালুকদারকে মারধরে জমি দখল করে ঘর নির্মানের চেষ্টা ও গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে শিক্ষক আব্দুল খালেক তালুকদার রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার নিজ গালুয়া গ্রামের মৃত আব্দুল হক তালুকদারের ছেলে স্কুল শিক্ষক আব্দুল খালেক তালুকদারের দখলীয় পৈত্রিক জমি জোরপূর্বক দখলে নিতে লোকজন নিয়ে মৃত আব্দুল হক তালুকদারের ছেলে প্রতিপক্ষ আব্দুল মোতালেব তালুকদার স্কুল শিক্ষক খালেকের বসত ঘরের বেড়া ভাঙ্গিয়া ফেলে এবং জমির বিভিন্ন জাতের গাছ কেটে ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে। বাধা দিতে গেলে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও হাতুরিসহ দেশিয় অস্ত্র এবং লাঠিসোটা দিয়া স্কুল শিক্ষক খালেকসহ তার পরিবারের লোকজনদেরকে মারধর করে হত্যার উদ্দেশ্যে মাথায় হাতুড়ি দিয়ে আঘাতের চেষ্টা করে। এ সময় দুটি মোবাইল ছিনিয়ে নেয়। ভুক্তভোগী স্কুল শিক্ষক আব্দুল খালেক তালুকদার ও তার মেয়ে খাদিজা বেগম জানান, বাড়ির জমি ভাগ করে তাদের বুঝিয়ে না দিয়ে প্রতিপক্ষ আব্দুল মোতালেব তালুকদার জোরপূর্বক বেড়া ভাঙচুর, গাছ কেটে জমি দখলে নিয়ে ঘর নির্মানের কাজ শুরু করে বেজ তৈরি করেছে। বাধা দিতে গেলে মারধর করে এবং যে বাধা দিতে আসবে তাকে শেষ করে দেয়া হবে বলে হুমকি দেয়। কোন শালিশ মানে না। সব অভিযোগ অস্বীকার করে আব্দুল মোতালেব তালুকদার জানান, তার ভাগের পৈত্রিক জমিতে ঘর নির্মান কাজ শুরু করেছিলাম কিন্তু তাতে বাধা দেয়া হচ্ছে। বাড়ির জমি অনেক আগে ভাগ করে রোয়েদাদও করা হয়েছিলো যা এখন তারা মানে না। এ নিয়ে আব্দুল খালেক তালুকদারের সাথে আগেও মারামারি হয়েছিলো পুলিশ তা মিলিয়ে দিয়েছিলো। রাজাপুর থানার এসআই দেলোয়ার হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উভয় পক্ষকে সোমবার সকালে থানায় আসতে বলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট