বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মঙ্গলবার রাতে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক আরেকটি অভিযানে ৫০ পিস ইয়ারাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন
পুলিশ জানায়, রাত সাড়ে নয়টার দিকে মোগড়া উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে হাসিনা ও ফাতেমা নামে দু’জনকে ৩৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের দু’জনের বাড়ি উপজেলার শিবনগর গ্রামে। এদিকে কলেজপাড়া বাইপাস থেকে খলিল মিয়া নামে একজনকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।