বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
কন কনে শীত। যবুথবু আবাল-বৃদ্ধ-বণিতা। একটি কম্বলের অপেক্ষা। কম্বল পেলেন বৃদ্ধ ননী চৌধুরী। উপহার হাতে পেয়ে যেন হাসি থামছে না। বের হয়ে এলে কথা হলে বললেন, ‘শীত কমাইবার লাই¹ দিছে। অহন যে শীত পড়ছে। আমার কামে লাগবো কম্বলডা।’
ক্রেচে ভর করে এগিয়ে আসছেন বৃদ্ধ আবুল হাসেম। উপহার হিসেবে পাওয়া কম্বলটা নিয়ে ঠিকমতো এগুতে পারছিলেন না। থেমে থেমে চলার সময় কথা হলে বলেন, ‘আমার পাও (পা) অচল। পুলাদের (ছেলে) লগে থাহি। আমি গরীব মানুষ। বাড়িত তেমন শীতের কাপড় নাই। এই কম্বলডা নিয়া শান্তিতে গুমামু।’
অসহায় মানুষের মাঝে এ যেন উষ্ণতা ছড়ানোর চেষ্টা। সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাচালানরোধের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে। গোসাইস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও শেখ ফজলুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্ত এলাকার ২০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করে বিজিবি সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন।
দুপুরে গোসাইস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এম জাবের বিন জব্বর। এছাড়া সহকারি পরিচালক মতিউর রহমানসহ বিজিবি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে চন্ডিদ্বারে কম্বল বিতরণ করা হয়।