বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
নোয়াখালী-ঢাকা পথে চলাচলকারি আন্ত:নগর উপকুল এক্সপ্রেস ট্রেন
শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় আসার পর একটি যন্ত্র ভেঙ্গে যায়। মেরামত শেষে ২০ মিনিট পর ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশন ছেড়ে যায়।
উপকুল এক্সপ্রেস ট্রেনের সেবামূলক ফেসবুক গ্রুপ ও এর সঙ্গে জড়িত একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৯টা ২০ মিনিটে ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনে যাত্রাবিরতি দেয়। এ সময় সংশ্লিষ্টরা ‘ঠ’ ও ‘ড’ বগির মাঝের কাপলিং ভাঙ্গা অবস্থায় দেখতে পান। খবর যান্ত্রিক বিভাগের লোকজন এসে এটি মেরামত করেন। ৯টা ৪৩ মিনিটে আখাউড়া ছেড়ে যায়। সব মিলিয়ে ট্রেনটি এক ঘন্টা বিলম্বে চলছিলো।