বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
আবারো দৈনিক কালের কণ্ঠের সেরা জেলা প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পেয়েছেন পত্রিকাটির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু। এ নিয়ে তিনবার সেরা জেলা প্রতিনিধির সম্মাননা পেলেন তিনি। কালের কণ্ঠের সঙ্গে টানা দেড় দশক ধরে থাকার স্বীকৃতিও দেওয়া হয়েছে জেলার ওই কৃতি সাংবাদিককে।
প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে শুক্রবার কালের কণ্ঠের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ টাকা তুলে দেওয়া হয়। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের গণি, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, নির্বাহী সম্পাদক হায়দার আলীসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
বিশ্বজিৎ পাল বাবু প্রায় দুই যুগ ধরে সাংবাদিকতা পেশায় আছেন। ২০০৪ সালে দৈনিক সমকাল পত্রিকার আখাউড়া প্রতিনিধি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। ২০০৯ সালের ডিসেম্বরে তিনি তখন প্রকাশিতব্য কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে যোগ দেন। ওনার এ যোগদান ছিলো বড় পরিসরের কোনো দৈনিকে আখাউড়া উপজেলা থেকে জেলার প্রতিনিধি হিসেবে কাজ করার প্রথম ঘটনা।
সমকালে কাজ করার আগে বিশ্বজিৎ দৈনিক খবর পত্র পত্রিকায় কাজ করেন। জেলা থেকে প্রকাশিত তিতাস কণ্ঠ ও পেনব্রিজ পত্রিকার আখাউড়া প্রতিনিধি হিসেবে কাজ করেন সাংবাদিক। এছাড়া দীর্ঘদিন দৈনিক প্রজাবন্ধু পত্রিকায় স্টাফ রিপোর্টার ও সম্পাদনা সহকারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অনলাইন পোর্টাল আখাউড়া নিউজের নির্বাহী সম্পাদক তিনি। পাশাপাশি খবরের খোঁজে নামে পাক্ষিক পত্রিকার সম্পাদনার দায়িত্বে আছেন। প্রথম আলো ও যুগান্তরের পাঠক সংগঠনের পাতায় লেখালেখির মাধ্যমে তিনি সাংবাদিকতার জগতে পা বাড়ান। তিনি মাসিক আখাউড়া সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক হিসেবেও কাজ করেছেন।
বিশ্বজিৎ পাল বাবু জানান, কালের কণ্ঠ যে তিনবার সেরা প্রতিনিধি বাছাই করেন প্রতিবারই তিনি ছিলেন। এটিকে অনেক বড় অর্জন হিসেবেই দেখছেন তিনি। এমন অর্জনে তিনি সকল শুভাকাঙ্খীর সহযোগিতা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। ভবিষ্যতে আরো ভালো কিছু করতে সহকর্মীসহ সকলের সহযেগিতা কামনা করেন।