1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ রামগঞ্জে শাহাদাত হোসেন সেলিমেরপদযাত্রা  শুরু গাইবান্ধায় পুলিশ লাইন্স স্কুল পরিদর্শন করলেন পুলিশ সুপার বিজয়নগর থেকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম এর স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ঝালকাঠিতে ২৫ পিস ইয়া.বাসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ আওয়ামী লীগ সমাজকে নষ্ট  করেছে- মুশফিকুর রহমান সুষ্ঠু ভোটের প্রত্যাশা ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকদের সোনারগাঁয়ে‌ আবুল খায়ের আহ্বান। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা

অনুরোধ রক্ষার পর এবার অনিবার্য কারণে  পিছালো ব্রাহ্মণবাড়িয়া বিএনপি’র সম্মেলন

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

প্রায় এক দশক পর হতে যাওয়ার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সম্মেলনের তারিখ আবার পিছালো। অনুরোধ রক্ষার কথা বলার পর এবার অনিবার্য কারণ বশত: বিএনপি’র সম্মেলন হচ্ছে না বলে জানানো হয়েছে। শনিবার বিএনপি’র সম্মেলন হওয়ার কথা ছিলো। এর আগে ২৮ ডিসেম্বর সম্মেলনে তারিখ নির্ধারণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আ জ ম মোরশেদ আল মামুন লিটন এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, অনিবার্য কারণে পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ি ১৮ জানুয়ারি সম্মেলন হচ্ছে না। ২১৬ জানুয়ারি স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ জানুয়ারি সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হবে। এর আগে সম্মেলনের দু’দিন আগে ২৬ ডিসেম্বর জেলা বিএনপি’র সদস্য সচিব এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ভোটারদের অনুরোধে অধিকতর প্রস্তুতির লক্ষ্যে ২৮ ডিসেম্বরের পরিবর্তে ১৮ জানুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন হওয়া না হওয়ার বিষয়টি দু’পক্ষের অস্তিত্বের লড়াই হিসেবে দেখা হচ্ছিল। আবারো সম্মেলন পিছিয়ে পড়ায় আয়োজনকারি পক্ষ কিছুটা হলেও বিব্রতকর অবস্থায় পড়েছে। অন্যদিকে কথা না রেখে সম্মেলন প্রতিহতের ডাক দিয়ে দুই নেতাকে শোকজের ঘটনা আরেকটি পক্ষকে অস্থিরতার মধ্যে ফেলেছে। বৃহস্পতিবার হওয়া ওই পক্ষের এক সমাবেশে একাধিক সাবেক এম.পিসহ সিনিয়র নেতারা উপস্থিত না থাকার বিষয়টি তাদেরকেও অনেকটা বেকায়দায় ফেলেছে।

দলীয় নেতা-কর্মীরা জানান, প্রথসেম ২৮ ডিসেম্বর জেলা সম্মেলন তারিখ ঘোষণা করা হয়। এক দফা পিছিয়ে ১৮ জানুয়ারি সম্মেলননের নতুন তারিখ নির্ধারণ করা হয়। স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ ও সম্মেলন পিছাতে এক পক্ষের দাবি মেনে নিয়েই নতুন তারিখ ঘোষণা করা হয়। নতুন তারিখ ঘোষণা ও আংশিক ভোটার তালিকা প্রকাশের পরও একটি পক্ষ এখন আবার একই দাবি তুলেছে। ভোটার তালিকা প্রণয়নে ত্যাগিদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ তোলা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট