1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদুল আজহার উপলক্ষে শেরপুরজেলা প্রশাসকের কার্যালয়ে চামড়া ব্যবসায়ী মত বিনিময় সভা অতিরিক্ত আইজিপি জনাব গাজী জসীম উদ্দিন এর বদলি-জনিত বিদায় সংবর্ধনা ভুল অপারেশনে চিকিৎসকের অসতর্কতায় শ্বাসনালি কেটে শিশুর মৃত্যুর অভিযোগ  সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ১২,৮৩,১০০/- টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক ও বাসমতি চাউল জব্দ সাভারের মজিদপুর এলাকায় মেয়ের হাতে বাবা খুন সেনাপ্রধানের সাথে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারি অ্যাটাশে এর সৌজন্য সাক্ষাৎ ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা কাপ আন্তঃ বিভাগ ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত শেরপুর জেলা শ্রীবরদী উপজেলা হতদরিদ্রের মাঝে সম্পদ বিতরণ অনুষ্ঠানে।  প্রিয় সাংবাদিক শিল্পী আক্তার এর শুভ জন্মদিন আগৈলঝাড়া উপজেলা সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন 

কালের কন্ঠের সেরা জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল কে নাগরিক ফোরামের সংবর্ধনা 

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

নাগরিক ফোরামের সংবর্ধনায় বক্তারা

ডাক্তার যখন কসাই, সাংবাদিক যখন সাংঘাতিক তখন বিশ্বজিৎ এর সাফল্য আশান্বিত করে

তৃতীয়বারের মতো দৈনিক কালের কণ্ঠের সেরা জেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় বিশ্বজিৎ পাল বাবুকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম। বুধবার রাতে পৌর এলাকার পূর্ব পাইকপাড়ার ব্যবসায়ি মো. জাহাঙ্গীর হোসেনের ব্যক্তিগত কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, ‘ডাক্তার যখন কসাই, সাংবাদিক যখন সাংঘাতিক তখন বিশ্বজিৎ এর সাফল্য আশান্বিত করে। বিশ্বজিৎ পাল বাবুর যে কর্মস্পৃহা সেটা অনুকরণীয়। নিজের কাজের প্রতি সততা, শুদ্ধতা ও স্বচ্ছতা থাকলে সাফল্য যে আসে সেটার অন্যতম উদাহরণ বিশ্বজিৎ পাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পিযূষ কান্তি আচার্য। প্রধান অতিথি ছিলেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেওয়ান মারুফ। আবৃত্তিশিল্পী ও সাংবাদিক হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন নাগরিক ফোরামের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের সাবেক সাধারন সম্পাদক কবি আব্দুল মান্নান সরকার, বীরমুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকি, কমরেড নজরুল ইসলাম, সানলাইফ ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. জাহাঙ্গীর হোসেন, ঠিকাদার ফয়সাল আহমেদ ওয়াকার, নাগরিক ফোরামের কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন, গ্যাস ফিল্ডের এজিএম মাইনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়াস্থ আখাউড়া সমিতির সাধারন সম্পাদক সাফি উদ্দিন চৌধুরী, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সাধারন সম্পাদক নীহার রঞ্জন সরকার, ব্যবসায়ি বিদ্যুৎ বৈদ্য, সাংবাদিক আদ্বিত্য কামাল, বৈশাখী শিল্পী গোষ্ঠীর সভাপতি মো. হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন দেবনাথ।

১০ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে কালের কণ্ঠের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ টাকা তুলে দেওয়া হয়। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের গণি, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, নির্বাহী সম্পাদক হায়দার আলীসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বিশ্বজিৎ পাল বাবু প্রায় দুই যুগ ধরে সাংবাদিকতা পেশায় আছেন। ২০০৪ সালে দৈনিক সমকাল পত্রিকার আখাউড়া প্রতিনিধি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। ২০০৯ সালের ডিসেম্বরে তিনি তখন প্রকাশিতব্য কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে যোগ দেন। ওনার এ যোগদান ছিলো বড় পরিসরের কোনো দৈনিকে আখাউড়া উপজেলা থেকে জেলার প্রতিনিধি হিসেবে কাজ করার প্রথম ঘটনা।

সমকালে কাজ করার আগে বিশ্বজিৎ দৈনিক খবর পত্র পত্রিকায় কাজ করেন। জেলা থেকে প্রকাশিত তিতাস কণ্ঠ ও পেনব্রিজ পত্রিকার আখাউড়া প্রতিনিধি হিসেবে কাজ করেন সাংবাদিক। এছাড়া দীর্ঘদিন দৈনিক প্রজাবন্ধু পত্রিকায় স্টাফ রিপোর্টার ও সম্পাদনা সহকারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অনলাইন পোর্টাল আখাউড়া নিউজের নির্বাহী সম্পাদক তিনি। পাশাপাশি খবররের খোঁজে নামে পাক্ষিক পত্রিকার সম্পাদনার দায়িত্বে আছেন। প্রথম আলো ও যুগান্তরের পাঠক সংগঠনের পাতায় লেখালেখির মাধ্যমে তিনি সাংবাদিকতার জগতে পা বাড়ান। তিনি মাসিক আখাউড়া সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক হিসেবেও কাজ করেছেন।

বিশ্বজিৎ পাল বাবু জানান, কালের কণ্ঠ যে তিনবার সেরা প্রতিনিধি বাছাই করেন প্রতিবারই তিনি ছিলেন। এটিকে অনেক বড় অর্জন হিসেবেই দেখছেন তিনি। এমন অর্জনে তিনি সকল শুভাকাঙ্খীর সহযোগিতা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। ভবিষ্যতে আরো ভালো কিছু করতে সহকর্মীসহ সকলের সহযেগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট