বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন নারী মাদক চোরাকারবারী আটক এবং ০১ জন পলাতক । সুলতানপুর ৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, ২২ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ০৭:২০ ঘটিকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউাড়া উপজেলাধীন ভাউন হাতি শিকামুড়া নামক স্থান হতে ২০ পিস ইয়াবাসহ নারী মাদক চোরাকারবারী মোছাঃ পলি (৩০), স্বামী-মোঃ বাবুল, গ্রাম- কসবা শাপুর, পোষ্ট+থানা-কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে আটক করে এবং ঘটনাস্থল হতে অপর মাদক চোরাকারবারী কবির মিয়া (৪৫), পিতা-হিবজু মিয়া, গ্রাম-বামন হাটি শিকামুড়া, পোস্ট-কর্মঠ, থানা-আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া পালিয়ে যায়।
সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, আটককৃত মাদকসহ নারী আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।