বিশেষ প্রতিনিধিঃমোছাঃ লাবুনী আক্তার
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত,রেজিঃ নং- বি-১৭২৪ এর গাইবান্ধা জেলা ট্রাক,ট্যাংকলড়ী,কাভারভ্যান ও ট্রাক্টর শ্রমিক পরিষদ রেজিষ্ট্রেশন নং-বগুড়া-০৩৪,যার প্রধান কার্যালয়, পলাশবাড়ী পৌর শহরের রংপুর রোডের গৃধারীপুর বিলুপ্ত (ববি সিনেমা হল সংলগ্ন) প্রধান কার্যালয়ের আয়োজনে শনিবার ১৪ই জুন/২৫ইং তারিখ রাত ৯টায় এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উক্ত প্রধান কার্যালয়ের সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম তার লিখিত বক্তব্যে বলেন,পলাশবাড়ী উপজেলাধীন ১নং কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী শ্রম কল্যাণ উপ-আঞ্চলিক শাখা কমিটি বিগত ২৭/০৫/২০২২ ইং তারিখে গাইবান্ধা জেলা ট্র্যাক,ট্যাংকড়ী,কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ১নং কিশোরগাড়ী।
ইউনিয়নের কাশিয়াবাড়ী শ্রম কল্যাণ উপ-আঞ্চলিক শাখা কমিটি আমাদের পূর্বের কার্য নির্বাহী কমিটি কর্তৃক অনুমোদন দেয়া হয়। সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক আরো বলেন,আমরা বর্তমান কার্য নির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করার পর,হতে ১নং কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী শ্রম কল্যাণ উপ-আঞ্চলিক কমিটিকে বিভিন্ন সময় চিঠিপত্র দ্বারা অবহিত করা হয়েছে যে আপনাদের কমিটির মেয়াদ শেষ তিন মাস পূর্বেই সাধারণ সভার মাধ্যমে আলোচনা করে
সিলেকশন অথবা ইলেকশনের মাধ্যমে পুনরায় নতুন কমিটি গঠন করতে হবে, যাহা সংগঠনের সংবিধানের অনুচ্ছেদ ১১’তে উল্লেখ করা হয়েছে। ইতিপূর্বে ১নং কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী শ্রম কল্যাণ উপ – আঞ্চলিক শাখা কমিটিকে পরপর তিনবার চিঠি দিয়ে অবগত করা হয়েছে,যার স্মারক নং-(১) ০৫/০০৪/০০১৩০,০২০/০০৪/০০১৩৫ এবং ০১০/০০৫/০০১৪৪ কিন্তু আজঅবধি তাদের কোনো ভূমিকা বা কার্যক্রম না থাকায় আমরা প্রধান কার্যালের কার্য নির্বাহী কমিটি গত ১২/০৬/২০২৫ ইং তারিখে।
কার্য নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক শনিবার রাতে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে ১নং কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী শ্রম কল্যাণ উপ-আঞ্চলিক শাখা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন। এই সংবাদ সম্মেলনের পর হতে উক্ত কাশিয়াবাড়ী শ্রম কল্যাণ উপ-আঞ্চলিক শাখা কমিটি আর কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এছাড়া উক্ত কমিটি নতুন করে গঠিত না হওয়া পর্যন্ত প্রধান কার্যালয়ের নির্বাহী কমিটি দ্বারা পরিচালিত হবে।
তবে উল্লেখ থাকে যে,(রেজিঃ নং-০৩৪) এর ১নং কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী শ্রম কল্যাণ উপ-আঞ্চলিক শাখা কমিটির আওতাধীন সকল সদস্যের উপস্থিতিতে এবং সকলের মতামতের ভিত্তিতে আলোচনার মাধ্যমে পুনরায় নতুন কমিটি গঠন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,গাইবান্ধা জেলা ট্রাক,ট্যাংকলড়ী,কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক পরিষদের সভাপতি মো. শামছুল আলম,সহ সভাপতি সেকেন্দার আলী,সহ সাধারণ সম্পাদক আব্দুল হালিম, অর্থ সম্পাদক মতিয়ার রহমান,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ছকু,সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া,সড়ক সম্পাদক আবু সাইম,দপ্তর সম্পাদক হারুনুর রশিদ,ক্রীড়া সম্পাদক সবুজ মিয়া,ধর্মীয় সম্পাদক সিরাজুল সরকার,প্রচার সম্পাদক রঞ্জু সরকার,নির্বাহী সদস্য নুরুল ইসলাম,নির্বাহী সদস্য আব্দুর রহমান ও ধাপেরহাট উপ,আঞ্চলিক শাখা কমিটি সহ সাধারণ সম্পাদক শান্তা ইসলাম প্রমুখ।