কামরুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে সংঘটিত বিমান দুর্ঘটনায় শহীদদের মাগফিরাত কামনা ও চিকিৎসাধীন অসুস্থ শিশুদের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ প্রেস ক্লাব জলঢাকা শাখা। আজ ১ আগস্ট ২০২৫ ইং
রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় আবেগঘন ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। জলঢাকা আদর্শপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মনজুরুল ইসলামের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, জলঢাকা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জনাব এবিএম সারেয়ার রাব্বি, বাংলাদেশ প্রেস ক্লাব জলঢাকা উপজেলা শাখার সভাপতি জনাব গোলাম রব্বানী ডলার, সাধারন সম্পাদক জনাব শাহজাহান সুজন, যুগ্ম সাধারন সম্পাদক জনাব কামরজ্জামান (কামরুল)
সহ সভাপতি মাহমুদ আল হাছান রিপোটাস ইউনিটি জলঢাকার শাখার সহ সভাপতি জসিনুর রহমান দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মিলন পাটোয়ারী বাংলাদেশ প্রেসক্লাবের সহ সভাপতি , জাহিনুর ইসলাম, হামিদুর রহমান, আলতাফ হোসেন, আল আমিন ইসলাম, সৌরভ ইসলাম সহ ও স্থানীয় সাংবাদিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন,
দোয়া অনুষ্ঠানে মাইলস্টোন স্কুলে সংঘটিত দুর্ঘটনায় সকল শহীদ বিশেষ ভাবে জলঢাকার মহিয়সী মাহেরীন চৌধুরীর রুহের মাগফিরাত ও শান্তি ও আহত শিশুদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতীর কল্যান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।