নিজস্ব প্রতিনিধি
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিন), ঢাকা জেলা এর নেতৃত্বে ঢাকা জেলা ডিবি (দক্ষিন) এর চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৬/০৮/২০২৫ খ্রিস্টাব্দ দিবাগত রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০১। মোঃ জামাল উদ্দিন (৩৯), পিতা-আঃ মান্নান, সাং-মহেষখালী, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমান সাং-রুহিতপুর, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ০২। মোঃ সাইফুল ইসলাম (২৮), পিতা-মোঃ আঃ জলিল, সাং-গজারিয়া, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমান সাং-রুহিতপুর আনারপুর, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ০৩। মোঃ আক্তার হোসেন (২৮), পিতা-আমজাদ হোসেন, থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও, বর্তমান সাং-রুহিতপুর, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ০৪। সোহাগ (২৪), পিতা-আঃ মান্নান, সাং-মহেষখালী, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমান সাং-সাইনবোর্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে আসামীদের নিকট থেকে (ক) ০১ টি পিকআপ গাড়ী, যাহার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো-ন-১৩-১৬২২, (খ) ০৩ টি ধারালো দা, (গ) ০২টি ছুরি, (ঘ) ০৩ টি চায়না রশি, (ঙ) ০১টি টর্চ লাইট, (চ) ০২টি মোবাইল ফোন উদ্ধার করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং-২১, তাং-০৭/০৮/২০২৫ ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন । উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় ধৃত আসামী মোঃ জামাল উদ্দিন (৩৯) এর বিরুদ্ধে ভোলা জেলার লালমোহন থানা সহ ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা ও ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ০২টি চুরি ও ০১ টি ডাকাতি মামলা সহ মোট ০৩ টি মামলা রয়েছে।