
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর ট্রেন থেকে লাগেজ ভর্তি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশসোমবার (১ ডিসেম্বর) ভোররাতে আখাউড়া রেল সেকশনের আজমপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন থেকে তাদের গ্রেফতার করে আখাউড়া রেলওয়ে গোয়েন্দা পুলিশ। পরে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খেতামারা গ্রামের আক্কাস আলীর ছেলে আয়াত আলী (২৬) এবং ঢাকা উত্তর শাহজাহান পুরের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে সাগর (২৫)। রেলওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনে যাত্রীবেশে দুটি লাগেজে করে গাঁজা বহন করছিল ওই দুই যুবক। ভোর ৪টা ৩৫ মিনিটে ট্রেনটি আজমপুর স্টেশনের ১ নম্বর প্লাটফরমে যাত্রা বিরতিকালে টহল পুলিশের দল তাদের হেফাজতে থাকা লাগেজ তল্লাশি চালিয়ে বার কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় তাদের দুজনকে গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সফিকুল ইসলাম বলেন, ট্রেনে যাত্রীবেশে আসা দুই মাদক ব্যবসায়ীকে নজরদারি করছিল সাদা পোশাকে থাকা পুলিশ সদস্য। ট্রেন আজমপুর স্টেশনে যাত্রাবিরতি করলে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। মাদক চোরাচালান নিয়ন্ত্রণে রেলওয়ে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।