
মোঃ গুলজার বগুড়া প্রতিনিধি
একাধিক গুরুতর অনিয়মের অভিযোগে বগুড়া শহরের রাজাবাজার এলাকার মেসার্স রুবেল কেমিক্যাল অ্যান্ড সিরামিকস নামের একটি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একইসঙ্গে, গুরুতর লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল-এর নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে মনিটরিং দল মেসার্স রুবেল কেমিক্যাল অ্যান্ড সিরামিকস-এর বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অনিয়ম
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ আতর বিক্রি করছিল।
নকল স্টিকার ব্যবহার দেশীয় কেমিক্যাল মোড়কজাত করে তার ওপর বিদেশি কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে আসছিল।
নকল স্টিকার বিক্রি বিভিন্ন ব্র্যান্ডের নকল স্টিকারও তারা বিক্রি করছিল।
লেবেলিংয়ে ত্রুটি আমদানিকৃত পণ্যে বাংলা লেবেল বা উৎপাদন ও মেয়াদের কোনো তথ্য উল্লেখ ছিল
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, এসব ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানার পাশাপাশি সিলগালা করে দেওয়া হয়।
এই অভিযানে ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রাহক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। কর্তৃপক্ষের এই কঠোর পদক্ষেপ বাজারে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং ভোক্তা অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।