
মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি:
‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫। দিনটি উপলক্ষে আজ (০৩ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সকালে এক বর্ণাঢ্য র্যালি, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ রকনুল হক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া, জনাব মোঃ তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, বগুড়া, জনাব মোঃ শাহাদাত হোসেন পিপিএম এবং সিভিল সার্জন, বগুড়া, জনাব ডাঃ মোঃ খুরশীদ আলম।
প্রধান অতিথি জনাব মোঃ তৌফিকুর রহমান তার বক্তব্যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং সমাজের মূল স্রোতে তাদের অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন। তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উপস্থিত সকলকে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হওয়ার এবং তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।
আলোচনা সভার পরপরই প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার ও অন্যান্য প্রয়োজনীয় সহায়ক উপকরণ বিতরণ করেন। এর আগে দিবসটি উপলক্ষে সকাল ১০:০০টায় শহরের প্রধান সড়কগুলোতে একটি বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ করে।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বগুড়ার যৌথ আয়োজনে দিনব্যাপী এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।