1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম এর স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ঝালকাঠিতে ২৫ পিস ইয়া.বাসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ আওয়ামী লীগ সমাজকে নষ্ট  করেছে- মুশফিকুর রহমান সুষ্ঠু ভোটের প্রত্যাশা ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকদের সোনারগাঁয়ে‌ আবুল খায়ের আহ্বান। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ৩টি বাড়ি পুড়ে ছাই গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে নারী ফুটবল প্রীতি ম্যাচে পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমি  বিজয়নগর থেকে ২৭ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ গাইবান্ধার পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশের মধ্যেদিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি’ স্লোগানে বগুড়ায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন: র‍্যালি, আলোচনা সভা ও হুইলচেয়ার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি:

‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫। দিনটি উপলক্ষে আজ (০৩ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সকালে এক বর্ণাঢ্য র‍্যালি, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ রকনুল হক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া, জনাব মোঃ তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, বগুড়া, জনাব মোঃ শাহাদাত হোসেন পিপিএম এবং সিভিল সার্জন, বগুড়া, জনাব ডাঃ মোঃ খুরশীদ আলম।

প্রধান অতিথি জনাব মোঃ তৌফিকুর রহমান তার বক্তব্যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং সমাজের মূল স্রোতে তাদের অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন। তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উপস্থিত সকলকে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হওয়ার এবং তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।

আলোচনা সভার পরপরই প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার ও অন্যান্য প্রয়োজনীয় সহায়ক উপকরণ বিতরণ করেন। এর আগে দিবসটি উপলক্ষে সকাল ১০:০০টায় শহরের প্রধান সড়কগুলোতে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বগুড়ার যৌথ আয়োজনে দিনব্যাপী এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট