
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবি’র অভিযানে ছয় হাজার ৫০৮ পিস সানগ্লাস উদ্ধার হয়েছে। উদ্ধার করা এসব সানগ্লাসের মূল্য প্রায় ৫৪ লাখ টাকা।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জব্বার আহমেদ জানান, বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় সানগ্লাস উদ্ধার করা হয়। এসব সানগ্লাস আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হবে। বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।