
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধের ঘটনায় শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি। এর আগে শুক্রবার রাতে বিক্ষুব্ধ ছাত্রজনতা বিক্ষোভ করে।
শনিবার সকালে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের উদ্যোগে শহরের ডিসি-এসপি সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মার্কেটের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ ( সদর-বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন প্রমুখ। এ সময় হামলাকারিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। শুক্রবার রাতে হওয়া বিক্ষোভে এনসিপি’র কেন্দ্রীয় নেতা মো. আতাউল্লাহসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।