
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সুমি আক্তার (৩৪) নামে এক নারীকে তার স্বামী খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মৃতের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী খোরশেদ আলম পলাতক রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার বেলা ১১টার দিকে পৌর এলাকার শান্তিনগরে বাড়ি তালা দিয়ে চলে যান খোরশেদ আলম। মোবাইল ফোনে যোগাযোগ করে সুমির খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার স্বজনরা। সন্ধ্যার দিকে তারা এসে বাইরে থেকে ঘর তালাবদ্ধ দেখতে পান। দরজা ভেঙে তারা মেঝেতে সুমির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ঘটনার পর থেকে পলাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে ওই নারীর পরিবারের লিখিত অভিযোগ অনুযায়ি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।