1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহান বিজয় দিবস উপলক্ষ্যে গাইবান্ধা জেলা শাখা পক্ষ থেকে বাংলাদেশ প্রেসক্লাবের ফুলের   শুভেচ্ছা বিনিময়। ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আখাউড়ায় স্ত্রীকে হত্যার  অভিযোগ স্বামীর বিরুদ্ধে বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে ৮ পলাতক আসামি গ্রেফতার আখাউড়ায় সন্ত্রাস বিরোধ আইনের মামলায় ০৫ জন গ্রেফতার গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ির বিএনপির আসনে মনোনয়ন পরিবর্তনের দাবি  মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার  আহবান ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের নব উপদেষ্টা পরিষদ গঠন করা হলো   আখাউড়া দিয়ে ভারতে ‘রেকর্ড’ রপ্তানি, ২৭  ট্রাকে গেলো সোয়া তিন কোটি টাকার মাছ ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র বিক্ষোভ

ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল কাদেরস্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও দেশপ্রেমের আবহে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

১৬ ডিসেম্বর ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিজয়ের চেতনায় একাত্মতা প্রকাশ করেন উপস্থিত সবাই।

এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে ত্রিশাল কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ত্রিশাল থানার কর্মকর্তাবৃন্দ, ত্রিশাল পৌরসভার জনপ্রতিনিধিগণ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ত্রিশাল, বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

দিবসটি উপলক্ষে সরকারি নজরুল একাডেমীর মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আনসার-ভিডিপি, পুলিশ ও অন্যান্য সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কুচকাওয়াজ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, তা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। শহীদদের আদর্শ ও চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদ মুক্তিযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

বিজয় দিবস উপলক্ষে ত্রিশালজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সরকারি-বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কপথ জাতীয় পতাকা ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহান বিজয় দিবসের তাৎপর্য আরও গভীরভাবে ফুটে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট