
বিশেষ,প্রতিনিধিঃ মোছাঃ লাবুনী আক্তার
আগামীকাল ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। এর প্রাক্কালে গাইবান্ধা জেলা শাখা পক্ষ থেকে বাংলাদেশ প্রেসক্লাবের দেশবাসী ও সকল বীর মুক্তিযোদ্ধাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।গাইবান্ধা জেলা শাখা, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি( মোঃ আব্দুল হালিম সরকার)( সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক সরকার) (যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন সোহেল) (সাংগঠনিক মোঃ আলামিন) ( মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ লাবুনী আক্তার) (সদস্য পদে, মোঃ সুজা মিয়া) (সদস্য পদে, মোঃ জিল্লুর রহমান) (সদস্য পদে,মোঃ মোরশেদ মিয়া)( সদস্য পদে মোঃ ওমর ফারুক) এক যৌথ বিবৃতির মাধ্যমে এই শুভেচ্ছা বিনিময় করেন।বিজয় দিবস বাঙালি জাতির জীবনে এক গৌরবোজ্জ্বল দিন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিনে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল। আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি লাখো শহীদকে, যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি।তারা আরও বলেন,বিজয় আমাদের প্রেরণা, আর স্বাধীনতা আমাদের অহংকার। এই দিনে আমাদের অঙ্গীকার হোক— মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাই একযোগে কাজ করে যাব। সাম্প্রদায়িকতামুক্ত, সুখী ও সমৃদ্ধিশালী ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠাই হোক আমাদের মূল লক্ষ্য। হাজার হাজার সালাম শহীদ ভাইবোনদের জন্য।